চুয়াডাঙ্গার হাতিকাটায় গলায় সুজি আটকে প্রাণ গেলো শিশুর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটায় গলায় সুজি আটকে রাব্বি নামে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপু দেড়টার দিকে এ ঘটনা ঘটে। শিশু রাব্বি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের আদর্শপাড়ার ভ্যানচালক রুবেল হোসেনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে রাব্বি ছিলো সবার ছোট। রাব্বির মা চুমকি খাতুন বলেন, গতকাল দুপুরে ছেলে রাব্বিকে সুজি খাওয়াচ্ছিলাম। এসময় গলায় আটকে যায় সুজি। অনেক চেষ্টার পর উপায় না পেয়ে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান, আমার ছেলে আর পৃথিবীতে নেই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু রাব্বিকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সরকারি নাম্বারে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments (0)
Add Comment