স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের পীরপুর মাঠের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন মোমিনুল ইসলাম নামে এক যুবক। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোমিনুল ইসলাম ও তার স্বজনদের অভিযোগ কে বা কারা ওই টিউবওয়েলের মধ্যে বিষ (কীটনাশক) জাতীয় পদার্থ মিশিয়ে দিয়েছেন। বছর দুয়েক আগে স্থানীয় জনপ্রতিনিধি মুনসুর আলী মনোর নিজ উদ্যোগে এলাকার জনগণের জন্য টিউবওয়েলটি স্থাপন করেন। তবে এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মোমিনুল ইসলাম (৩০) পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের পুরাতন মসজিদপাড়ার রুপচাঁদ শেখের ছেলে। আহত মোমিনুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যার পর কৃষিকাজ শেষে পীরপুর মাঠের মধ্যে টিউবওয়েল থেকে পানি পান করি। এ সময় পানি থেকে বিষ (কীটনাশক) পদার্থ জাতীয় কোনো কিছুর দুর্গন্ধ পাই। এর কিছুক্ষণ পর আমি অসুস্থবোধ করতে থাকি। বিষয়টি বাড়িতে এসে পরিবারকে জানালে আমাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার স্বজনদের দাবি, কে বা কারা ওই টিউবওয়েলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। পানি পান করার সময় মোমিনুল ইসলাম কীটনাশকের মতো দুর্গন্ধ পেয়েছে বলে জেনেছি। যে এই টিউবওয়েলের মধ্যে বিষ মিশিয়েছে তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানায়। এই টিউবওয়েল থেকে এলাকার অনেক মানুষ পানি পান করেন। এখনই পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জনপ্রতিনিধি মুনসুর আলী মনো বলেন, এই বিষয়ে আমি এখনো কিছু শুনিনি। ঘটনাটি সত্যি হয়ে থাকলে এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখছি। তিনি আরও বলেন, বছর দুই আগে নিজ উদ্যোগে এলাকার কৃষকদের সুবিধার্থে টিউবওয়েলটি স্থাপন করেছিলাম। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন মোমিনুল ইসলাম। তার পাকস্থলি ওয়াশ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।