চুয়াডাঙ্গার সরোজগঞ্জ মার্কেন্টাইল উপশাখা ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বাজারে মার্কেন্টাইল ব্যাংক সরোজগঞ্জ উপশাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরণের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সরোজগঞ্জ উপশাখার প্রধান বলেন, বাংলার ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক সব সময় বাংলার সর্বস্তরের মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। সামাজিক দায়বদ্ধতা ও অসহায় দুস্থদের পাশে মার্কেন্টাইল ব্যাংক সব সময়ই আছে ইনশাআল্লাহ। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে সহযোগিতা করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।