পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বোয়ালিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালিয়া পূর্বপাড়া জামে মসজিদে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সী, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মাসুম, শঙ্করচন্দ্র ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহন আলী, সরোজগঞ্জ বাজার শাখার অর্থ সম্পাদক আমিরুল ইসলাম (শফি), শঙ্করচন্দ্র ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি বজলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি সুরুজ উদ্দিন, ২নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২নং ওয়ার্ড সভাপতি তাহের উদ্দিন, ২নং অর্থ সম্পাদক আশরাফুল, কুতুব উদ্দিন। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ৩নং কুতুবপুর ইউনিয়ন অর্থ সম্পাদক তারিফুল ইসলাম।