চুয়াডাঙ্গার সরোজগঞ্জে শ্রমিক সংগঠনের উদ্যোগে সাপ্তাহিক ছুটির দাবিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে শ্রমিক সংগঠনের উদ্যোগে সাপ্তাহিক ১দিনের ছুটির দাবিতে মালিক শ্রমিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে শলক মার্কেটে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক সংগঠনের সভাপতি মিজানুর রহমান। উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাস্টার, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান, সরোজগঞ্জ বাজার কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মালেক, শ্রমিক সংগঠনের সহ-সভাপতি আশাদুল হক, সাধারণ সম্পাদক মাসুদ মৃধা, যুগ্ম সম্পাদক লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক রানা আহসান, ব্যবসায়ী সেলিম হোসেন, শাহিন, সরোজগঞ্জ বাজার কমিটির ক্যাসিয়ার শরিফুল ইসলাম, রানা আহম্মেদ, উত্তম কুমার কর্মকর্তা, মিজানুর রহমান, মুকুল হোসেন, তুহিন, সোনা মিয়া প্রমুখ। অনেক মালিক পক্ষের লোকজন অনুষ্ঠানে উপস্থিত না হওয়াই আগামী শনিবার কোনো শ্রমিক তার কর্ম ক্ষেত্রে যোগ না দেয়ার ঘোষণা দেয়া হয়।