চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ইটভর্তি ট্রাক্টরের ধাক্কায় চা দোকানি নিহত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যাদবপুর মোড়ে ইটভর্তি ট্রাক্টরের ধাক্কায় চা দোকানি বৃদ্ধ মসলেম উদ্দিন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ যাদবপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন (৬০) চুয়াডাঙ্গা জেলা সদরের নবীননগর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। মসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে সরোজগঞ্জ বাজারের খাদ্য গুদামের নিকট চায়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা ট্রাক্টরটি চুয়াডাঙ্গার সদরের নয়মাইল ভুলটিয়া আর এম ব্রিকস থেকে ইট বোঝাই করে সরোজগঞ্জে বাজারের দিকে আসছিলেন। নিহত বৃদ্ধ মসলেম উদ্দিন নিজ বাড়ি নবীননগর থেকে বাইসাইকেলযোগে সরোজগঞ্জ বাজারে আসছিলেন। এসময় পেছন দিক থেকে ট্রাক্টরটি ধাক্কা দেয়ায় তিনি পড়ে গিয়ে আহত হন। তাকে এলকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলমডাঙ্গার নিকট তিনি মারা যান। নিহতের পরিবার মামলা না করার স্বার্থে মালিকপক্ষের সাথে আপস মিমাংসার হওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এ রিপোট লিখা পর্যন্ত ট্রাক্টরটি আটক করে পুলিশ ফাঁড়িতে রাখা ছিলো।

Comments (0)
Add Comment