স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শান্তিপাড়ায় জেলা প্রশাসনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ ৯৫ পিস ইয়াবা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের সদর থানায় সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের শান্তিপাড়ায় অভিযান চালান। এ সময় ওই এলাকার ইউসুফ আলীর স্ত্রী হিমু খাতুনকে (৪১) নিজবাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ ৪৯ পিস ইয়াবা। পরে বেলা ১১টার দিকে একই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে সুরুজ আলীকে (৪০) নিজবাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৬ পিস ইয়াবা। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।