চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতায় বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড : মা-ছেলে দগ্ধ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতা গ্রামের দোহা পাড়ায় গভীররাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পাখিভ্যান চালক শরিফুলের নগদ টাকা, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন মালামাল ভষ্মীভূত হয়েগেছে। গরু বাঁচাতে গিয়ে মা ও ছেলে অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা দোহা পাড়ার মৃত নায়েব আলীর ছেলে পাখিভ্যান চালক শরিফুল ইসলামের বাড়িতে গত পরশু শনিবার দিনগত রাত ২টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে দুটি ঘর সম্পূর্ণরুপে ভষ্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ঘরের মধ্যে গরু, ছাগাল, হাস, মুরগি যা ছিলো সবকিছু পুড়েগেছে। অপর ঘরে টাকা, খাবার জিনিসপত্র যা ছিলো কিছুই অবশিষ্ট নেই। ১ লাখ ২০ হাজার টাকা দামের গরুটি রক্ষা করতে গিয়ে শরিফুল ও তার মা খাতুন অগ্নিদগ্ধ হয়েছে। শরিফুলের অবস্থা আশঙ্কাজনক। রাতেই আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেয়া হয়। সেখানকার ডাক্তার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেছেন। এ অগ্নিকা-ের ঘটনায় হতদরিদ্র একটি পরিবারের উপার্জনের পাখিভ্যানটিসহ সবকিছুই শেষ হয়েগেছে।

Comments (0)
Add Comment