চুয়াডাঙ্গার মানিকদিহি গ্রামের সাজাপ্রাপ্ত খায়রুল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মানিকদিহি গ্রামের সাজাপ্রাপ্ত খায়রুল বাসারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার হানুরবারাদি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত খায়রুল ইসলাম একটি জেল জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ ও এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার হানুরবারাদি গ্রামে অভিযান চালান। এ সময় গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গার মানিকদিহি গ্রামের শাহাবুল মালিথার ছেলে খায়রুল ইসলামকে (৩০)। তিনি একটি চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন তিনি। গ্রেফতারকৃত খায়রুল ইসলাম জাল টাকা ও মাদকসহ একাধিক মামলার আসামি বলেও জানায় পুলিশ।

Comments (0)
Add Comment