স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে অপরিচ্ছন্ন পরিবেশে নিবন্ধন ছাড়াই সেমাই উৎপাদনের অভিযোগে হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে দৌলাতদিয়াড় ও বড় বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় এই জরিমানা করা হয়। এ সময় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা গেছে, দৌলাতদিয়াড়ের হক ব্রাদার্সের সেমাই তৈরি কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ না থাকায় সেমাই তৈরি করে আসছিল। এই অপরাধের প্রতিষ্ঠানটি মালিক মো. মইনুল হক’র প্রতিষ্ঠান মেসার্স হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের শেষে চুয়াডাঙ্গা বড় বাজারে মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অভিযানটির সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।