স্টাফ রিপোর্টার: লোডশেডিং, জ্বালানি তেলের দাম, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় দুই ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাজিবার রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন। প্রধান বক্তা ছিলেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার জোয়ার্দ্দার হিমু। বিশেষ অতিথি ছিলেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আজিবার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আতিয়ার রহমান, বিএনপি নেতা মানিক জোয়ার্দ্দার প্রমুখ। পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রায়হান কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি স্বরুপ বিশ্বাস, হাফিজুর রহমান, দফতর সম্পাদক জহুরুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইচ মোস্তফা, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব, সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন খোকন, যুবদল নেতা মতিয়ার, ছালাম, সবুজ, রাব্বি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব, পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ছাত্রদল নেতা হাসান, রাসেল প্রমুখ।
এদিকে, গতকাল রোববার বিকেল ৪টা দিকে মোমিনপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোমিনপুর পিটিআই মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নবগঠিত মাকালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর গণি, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রাশেদুল হক বেল্টুর উপস্থাপন আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম ঝন্টু, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, গিয়াসউদ্দিন গেন্দু, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, হাসান মালিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিশর প্রমুখ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় সিরাজ মিয়ার বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া। প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের উপস্থপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের যুগ্মআহবায়ক তারিকুল আলম বিলু, দর্শনা থানা বিএনপির সমন্বয়ক সদস্য বেগমপুর ইউপি সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, তিতুদহ ইউপি সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, আশরাফুল হক বিপ্লব, আতিয়ার রহমান, খাইরুল ইসলাম যুদ্ধ, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, বেগমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাবুল হক, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, পরকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আজিবার রহমান, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, দর্শনা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন লিটন, বিএনপি নেতা আবুসালেহ মেম্বর, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম সিদ্দিকি মজনু, সদস্য সচিব আবু হেনা, ছাত্রদল নেতা নাফিউল ইবনে লিমন, ফরহাদ হোসেন প্রমুখ।