চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাজু আর নেই

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মাজু ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নীলমনিগঞ্জ বাজারের হাজি মৃত আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্টোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার মধ্যরাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু পূর্বে তিন কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। গতকাল নিজ মায়ের নামে প্রতিষ্ঠিত সরিষাডাঙ্গা রোমেলা খাতুন হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে বাদ আসর মরহুমের জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন শোকাহত পরিবার।