চুয়াডাঙ্গার দোস্তে মোটরসাইকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দোস্তে মোটরসাইকেলের সাথে বাইসাইকেল ধাক্কায় মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে বাইসাইকেল চালক রহমমতুল্লার (৭০)। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ইসলামসহ তার দুসঙ্গী। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহত রহমতুল্লার পরিবারের পক্ষ থেকে কোনপ্রকার অভিযোগ করা হয়নি থানা পুলিশে। এ দুর্ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে হিজলগাড়ি-দর্শনা সড়কের দোস্ত তালতলা নামক স্থানে। নিহত রহমতুউল্লা শেখ চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের মৃত ছলিম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজার-দর্শনা সড়ক দিয়ে দ্রুতগতিতে একটি ফেজার (ঢাকা মেট্রো ল ২১-২৫৬৯) মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের মৃৃত বারেক হাওলাদারের ছেলে ইসলাম হাওলাদার (৩৫), একই পাড়ার সুকুমারের ছেলে লিটন হোসেন (২৮) ও আজমপুরের হারুন বাবুর্চির ছেলে অন্তর (২৫)। দ্রুতগতি মোটর সাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাইকেলের পেছনে স্বজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে বাইসাইকেল থেকে পিচ রাস্তার ওপর ছিটকে পড়েন বাইসাইকেল চালক রহমতুউল্লা শেখ (৭০)। প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণের ফলে রহমতুল্লাহ’র ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। মোটরসাইকেল থেকে পড়ে আহত হন চালক ইসলাম ও তার পিছে বসা লিটন হোসেন এবং অন্তর। আহতদের মধ্যে রক্তাক্ত জখম ইসলাম ও লিটনকে চিকিৎসার জন্য নেয়া হয় দর্শনার একটি ক্লিনিকে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে ইসলামকে রেফার করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ফজলুর রহমান। ফজলুর রহমান জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত হয়নি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ক্যাম্প পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
দর্শনা থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নিরব হোসেন বলেন, নিহতর ছেলে মিলন হোসেন তার পিতার মৃত্যুর বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে দর্শনা থানায় একটি লিখিত দিয়েছেন। এদিকে ইসলাম, লিটন ও অন্তর কোন কাজে প্রায় সময় মোটরবাইক যোগে দ্রুতগতিতে ওই সড়কে চলাচল করে থাকেন তা খতিয়ে দেখার দাবি তুলেছে এলাকাবাসী।