দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলমান এই অভিযানে ওষুধ, কসমেটিক্স, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি করা হয়। বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং নিয়ম না মানার কারণে জরিমানাও করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। মো. আব্দুল ওদুদের প্রতিষ্ঠান এম আর স্টোরকে ৪ হাজার টাকা, মো. জহিরুল ইসলামের প্রতিষ্ঠান সরদার স্টোরকে ৪ হাজার টাকা এবং মো. জসিম উদ্দিনের প্রতিষ্ঠান দেওয়ান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না রাখা, স্পষ্ট মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানিয়েছেন, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।