চুয়াডাঙ্গার তিতুদহে বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস পালন করলো মানবতার জন্য সংগঠন

গড়াইটুপি প্রতিনিধি: প্রকৃতি ও কৃষকের অন্যতম বন্ধু প্রাণী ব্যাঙ। বিশ্বব্যাপী এই প্রজাতি সংরক্ষণে প্রতি বছর ২৮ এপ্রিল পালন করা হয় বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস। বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবসে ব্যাঙ এর উপকারিতা ও সংরক্ষণ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রতি বছরের ন্যায় এই বছরে দিবসটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন পালন করে। চুয়াডাঙ্গার স্বনামধন্য পরিবেশবাদী সংগঠন মানবতার জন্য দিবসটি পালন করে। গতকাল সোমবার বেলা ১১টায় মানবতার জন্য সংগঠনের আয়োজনে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আশাবুল হক। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মজনুল হক, তাসলিমা এবং শাহজাহান আলী। এ সময় শিক্ষার্থীদের সাথে পরিবেশে ব্যাঙ এর অবদান, সংরক্ষণ, পাচার রোধ, মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার সীমিতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে ব্যাঙ এর ওপর লিখিত কুইজ প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ সকল শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রণে র‌্যালি করা হয়। সংগঠনের সভাপতি ও বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক মো. আহসান হাবিব শিপলু বলেন, ব্যাঙ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে, আমাদের কৃষকের প্রাকৃতিক কীটনাশক, মশা বাহিত রোগের প্রকোপ কমাতে সাহায্য করে থাকে। অতিমাত্রায় কীটনাশক, জলাধার নষ্ট, কল কারখানার জন্য পানি দূষণ দিন দিন এই প্রাণীটিকে নিশ্চিহ্ন করছে। তাই আমাদের এই প্রাণিটিকে সংরক্ষণ করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন আমরা চাই শিশু কিশোরদের কোমল মনে ব্যাঙ সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা যাতে তারা আজীবন মনে ধারণ করবে। ব্যাঙ আমাদের সামাজিক বন্ধু তার উপলব্ধি করে তার সংরক্ষণে এগিয়ে আসবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের আব্দুল মান্নান, লাবু রহমান, সুলতান সরকার প্রমুখ।