চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন জাকেরপার্টির সাবেক সভাপতি কাওছার আলীর ইন্তেকাল

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন জাকেরপার্টির সাবেক সভাপতি কাওছার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি গত শনিবার দিনগত রাত ৩টার দিকে নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। কাওছার আলী শাহাপুর গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে। গতকাল রোববার দুপুরে শাহাপুর মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবর দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় শরিক হন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাস্টার, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাকেরপার্টির সভাপতি মজিরব রহমান, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইদ্রিস আলী, বিএনপি নেতা রওশন আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজেদুল হক, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, শাহাপুর জামে মসজিদের সভাপতি নুরুল ইসলাম, শাহাপুর হাজি ওসমান রাবেয়া বহুমুখী মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ের সুপার মাও. মুদ্দাসছির প্রমুখ। দোয়া পরিচালনা শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ ঈমাম হুসাইন।