সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ ও ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে আশাদুল হক ঠা-ুকে সভাপতি, মান আলীকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৬নং ওয়ার্ড বিএনপির কমিটির ঘোষণা করেন প্রধান অতিথি। অপরদিকে আইনাল হককে সভাপতি, শাহীন শেখকে সাধারণ সম্পাদক এবং ওবাইদুর রহমান টুটুলকে সাংগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে সোমবার বিকেল ৪টায় মর্তুজাপুর মাঝেরপাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন অনুুষ্ঠিত হয়। অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে বদরগঞ্জ বাজারস্থ বিএনপির কার্যালয়ে কুতুবপুর ইউনিয়ন সমন্বয়কারী কমিটির সদস্য নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন অনুষ্ঠিত হয়। পৃথক দু’অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সমন্বয়কারী সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন সমন্বয়কারী কমিটির সদস্য রবিউল ইসলাম, আব্দুল মজিদ, মহিউদ্দিন খাজা, মুনছুর আলী, মাহাবুবুর রহমান খোকন, আলাউদ্দিন মেম্বার, নাসির উদ্দিন, গোলাম রসুল, তারিকুজ্জামান লাল্টু, হাবিবুর রহমান, মোশারফ হোসেন, আব্দুল হাকিম বাদল, ছানোয়ার হোসেন, হাফিজুর রহমান, ইকরামুল হক, নজরুল ইসলাম সরকার, রওশন আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহবায়ক এইচএম মোস্তফা, যুগ্মআহবায়ক হাসমত আলী, সদস্য মনিরুল ইসলাম আনিক, জুয়েল রানা, রানা আহম্মেদ, আব্দুল্লা, আবু আসলাম সোহাগ, আব্দুর রহিম, মশিউর রহমান, আমির হোসেন মেম্বার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী, চুয়াডাঙ্গা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আশিকুর রহমান, যুগ্মসম্পাদক রুমজান আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব হোসেন, যুগ্মসম্পাদক আশিক হোসেন, হাসানুজ্জামান, হাবিবুর রহমান, হাসিবুল ইসলাম, ডালিম, জাহিদুল ইসলাম, জুয়েল রানা, রানা আহম্মেদ, আব্দুল্লা, রকিবুল, জাহিদ, নাজমুল সাকিব, নাজিম, সাহিদুল, বিল্লাল মেম্বার প্রমুখ। পৃথক অনুষ্ঠানটি দুটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মোশারফ হোসেন মাস্টার ও ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী মন্টু।