স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে ভোগা আরও ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। এ দিয়ে জেলায় মোট ৬ হাজার ৯শ ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত মোট রিপোর্ট এসেছে ৬ হাজার ৭শ ৬৩ জনের। যার মধ্যে আক্রান্ত মোট ১ হাজার ৫শ ৯৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫শ ১ জন।
গত শুক্রবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে না। শনিবার রিপোর্টও পাওয়া যায় না। গতকাল শনিবারও কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এদিন চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন তথা হাসপাতালে ছিলেন ৬ জন, হোম তথা বাড়িতে আইসোলেশনে ছিলেন ৪৮ জন। চুয়াডাঙ্গা জেলা নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি দেশের অন্যান্য স্থানের মতো মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোর তৎপরতা অব্যাহত রেখেছে। শুধু জেলা শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলের হাট বাজারেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচার প্রচারণা চালানো হচ্ছে। বলা হচ্ছে, নোভেল করোনা ভাইরাস ভয়াবহ ছোঁয়াছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে ভয়াবহ আকারে ছড়াতে পারে। ফলে সকলে সতর্ক না হলে সমাজের সর্বনাশ।