বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৬৩) নামের এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের দর্শনার তমালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত ইন্নত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে যাত্রীবাহী বাস ও পাখিভ্যান জীবননগর অভিমুখে যাচ্ছিলো। দর্শনা থানাধীন তমালতলা এলাকায় পৌঁছুলে পেছন থেকে পাখিভ্যানে ধাক্কা দেয় বাসটি। এতে পাখিভ্যানচালক রবিউল ইসলাম সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করছি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন এবং একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।