গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুলের প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

গাংনী প্রতিনিধি: গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের প্রচার মাইক ভাঙচুর ও ভ্যান চালককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে গাংনীর ১নং ওয়ার্ড বাশবাড়ীয়াতে এ ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।
প্রচার মাইকের ভ্যানচালক মহাসিন আলী জানান, ১ নং ওয়ার্ড বাশবাড়ীয়াতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের (জগ) প্রতীকের প্রচারণা চলছিল। এসময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ আলীসহ লোকজন আমাকে মাইক বন্ধের জন্য বলে। আমি প্রচার মাইক বন্ধ করলেও তারা আমাকে মারধর করে মাইক ভাঙচুর করে এবং আমার কাছে থাকা প্রচারের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ভাঙচুরকৃত মাইক তুলে নিয়ে মেয়রের বাড়িতে যায়।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে আমার প্রচার মাইক চলছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বাশবাড়ীয়া ১নং ওয়ার্ডেও চলছিলো। এ সময় আ.লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর নেতৃত্বে আমার প্রচার মাইক ভাংচুর ও ভ্যান চালক গাড়াডোব গ্রামের আব্দুলের ছেলে মহাসিন আলীকে মারধর করে। আমি এ ব্যাপারে গাংনী থানা, জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগের জন্য প্রস্তুতি নিচ্ছি।
অভিযোগ মিথ্যা দাবি করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহম্মেদ আলী জানান, বিষয়টি আমার জানা নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আহম্মেদ আলী জানান, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমি পায়নি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থা নেবো।

 

Comments (0)
Add Comment