স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে দ্রুতগামি মোটরসাইকেল থেকে পড়ে রাকিব হােসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনে চড়ে থাকা তার বন্ধু জনি মিয়া (২৫) আহত হয়েছেন। নিহত রাকিব ও আহত জনি হিন্দা গ্রামের বাসিন্দা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে হিন্দা কেন্দ্রীয় গোরস্থান ময়দানের কাছে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাকিব ও তার বন্ধু জনি একটি মোটরসাইকেলযোগে হিন্দা ভিটাপাড়ার দিক থেকে হিন্দা বাজারপাড়ার দিকে যাচ্ছিলেন। রাকিব চালাচ্ছিলেন মােটরসাইকেল। তার বন্ধু জনি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। তারা হিন্দা কেন্দ্রীয় গােরস্থান ময়দানের কাছে পৌঁছুলে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্থানের সীমানা প্রাচীরের সাথে ধাক্কা মারেন। এ সময় রাকিব গুরুতরভাবে আহত হন। সামান্য আঘাতপ্রাপ্ত হন জনি। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত ডাক্তার রাকিবকে মৃত ঘোষণা করেন।