গাংনী প্রতিনিধি: জামায়াতে ইসলামী বাংলাদেশ গাংনীর কাজিপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তৃতা দেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাও. তাজ উদ্দীন খাঁন। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাও. তাজ উদ্দীন খাঁন ইসলামী আন্দোলন করার কারণে যুগে যুগে বিভিন্ন নবী ও রাসুলের ওপর নির্যাতনের বর্ণনা করে তিনি বলে, বিগত সরকারের সময় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ওপর আওয়ামী সরকারের অন্যাভাবে নির্যাতন, ফাঁসী গুম, খুনসহ বিভিন্ন অত্যাচার ও অবিচার হয়েছে সীমাহীন। কাজিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং কাজিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ও সমাজকল্যাণ সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা শুরা সদস্য ও মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাও. মফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।