গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক রিয়াজ উদ্দীন আর নেই

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর চেংগাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষক রিয়াজ উদ্দীনের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ ৩০ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকার একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। আজ (বুধবার) বেলা ১১টায় বাদিয়াপাড়া গ্রামে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হবে। রিয়াজ উদ্দীন (৫০) গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে। তিনি কাজিপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন। জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে অপারেশনের প্রয়োজনের কথা জানান চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে সাড়া দেয়া হলে তার অপারেশন হয় মঙ্গলবার ভোরে। রিয়াজ উদ্দীন এক সময়ের তুখোড় ছাত্রনেতা। ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি। রাজনীতির সাথে সম্পৃক্ততার পাশাপাশি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১নং এলাকা পরিচালক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।