গাংনীতে সিটি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যার ঘটনায় একজন গ্রেফতার

গাংনী প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। হত্যাকা-ে ব্যবহৃত মোটর সাইকেল, গুলির খোসা ও হেলমেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মুজিবনগর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামের শমসের আলীর ছেলে সুমন হোসেন (৩৫)।
মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম বলেন, নিহতের পিতার দায়ের করা মামলার আসামি হিসেবে সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাকে গতকাল শনিবার মেহেরপুর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের সাথে জড়িতের সম্পর্কে তথ্য নেয়া হচ্ছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, গ্রেফতার সুমনের দেয়া তথ্যমতে হত্যাকান্ডের সময় ব্যবহৃত নীল রংয়ের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, হেলমেট ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। যে অস্ত্র দিয়ে গুলি করে খাদেমুলকে হত্যা করা হয়েছে সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
গেলো বৃহস্পতিবার বেলা এগারটার দিকে গাংনীর গাড়াডোব মাঠের মধ্যে খাদেমুল ইসলাম (৩৫) নামের একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। গুরুতর আহত হলেও টাকার ব্যাগ আকড়ে পড়েছিলেন খাদেমুল ইসলাম। তার কাছে থাকা ৪৬ লক্ষ টাকা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এ ঘটনা টাকা ছিনতাই না ভাড়াটে খুনিরা তাকে হত্যা করেছে তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলে আসছিলো। তবে আসামিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

 

Comments (0)
Add Comment