গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনকারীর জেল জরিমানা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে গাঁজা ও ফেন্সিডিল রাখার অপরাধে আবু সায়েম (৩৫) নামের এক মাদক সেবীকে এক মাসের জেল ও ২০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ জেল জরিমানা প্রদান করেন। মাদকসেবী আবু সায়েম গাংনী উপজেলার তেরাইল গ্রামের পলদা পাড়ার ইউনুস আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবু সায়েম তার নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের নেতৃৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৩ পুরিয়া গাঁজা ও ১ বোতল ফেন্সিডিলসহ আবু সায়েমকে আটক করে। পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ভ্রাম্যমান আদালতে বসিয়ে ২০১৮ সালের ৩৬/৫ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদ- ও নগদ ২০০ টাকা জরিমানা প্রদান করেন।

Comments (0)
Add Comment