মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২শ’ গ্রাম গাঁজা সহ লাল্টু নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মাদক ব্যবসায়ী লাল্টু জেলার গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের আজিজুল হকের ছেলে। মঙ্গলবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গাঁজাসহ তাকে আটক করে।
ডিবি’র এসআই হাবিবুর রহমান জানান- গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল জুগিন্দা গ্রামের আজিজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মাদক ব্যবসায়ী লাল্টুকে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এব্যাপারে গাংনী থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।