গাংনীতে খিষ্ট্রীয় ভক্তদের ধন্য বুধবার প্রার্থনা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: পবিত্র আত্মার আশির্বাদ প্রাপ্তির আশায় মেহেরপুরের নিত্যান্দপুর গ্রামের খিষ্ট্রীয় ভক্তরা পালন করেছেন ধন্য বুধবার। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী এ ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠানে বিভিন্ন এলাকার খিষ্ট্রীয় ভক্ত অনুরাগীরা অংশগ্রহণ করেন।
সাধু থোমার গির্জার ভক্তবৃন্দ আয়োজিত ১৩০তম ধন্য বুধবার অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন চার্চ অব বাংলাদেশের রাইট রেভা এস স্যাময়েল মানখিন, কুষ্টিয়া ডায়েসিসের রাইট রেভা হেমান হালদার। অনুষ্ঠানে কীর্তন ও সমবেত গান, নগর কীর্তন, ধর্মীয় সঙ্গীত, ধন্যবাদের কীর্তন গান ও প্রার্থনা করেন খিষ্ট্রীয় ভক্ত অনুরাগীরা।