গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার ষোলটাকা ইউপির জনপ্রিয় মেম্বার আব্দুল গনি ইন্তেকাল করেছেন (ইন্না …… রাজেউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। আব্দুল গনি এ উপজেলার যুগিরগোফা গ্রামের মৃত দছির উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, আব্দুল গনি করোনা আক্রান্ত হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রয়োজনীয় চিকিৎসার পরও তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবারের লোকজন।