গাংনীতে ইয়াবাসহ একজন আটক

 

গাংনী প্রতিনিধি: ১৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল শুক্রবার রাতে গাংনী উপজেলার পীরতলা গ্রাম থেকে তাকে আটক করে। ইয়াবাসহ আটক রফিকুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকু-ি গ্রামের মইন উদ্দীনের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে ডিবি এসআই অজয় কুমার কুন্ডু, এসআই বিশ^জিত সরকার ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে পীরতলা গ্রামে অবস্থান নেয়। ইয়াবা নিয়ে গন্তব্যে যাওয়ার সময় ডিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রফিকুল ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে ডিবি। ওই মামলার আসামি হিসেবে শনিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে গাংনী থানার একজন কর্মকর্তা।

Comments (0)
Add Comment