স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটকের পর এক মাদক ব্যাবসায়ীকে ১ বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার সাতগাড়ি মাঠপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৫৩০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদ- ও দেড়শ টাকা অর্থদ- প্রদান করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার সাতগাড়ি মাঠপাড়ায় অভিযান চালান। অভিযানকালে একই এলাকার মৃত হিমায়েত আলীর ছেলে মনির হোসেনকে (৪৫) নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৫৩০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদ- ও দেড়শ টাকা অর্থদ- প্রদান করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। গতকালই সাজাপ্রাপ্ত মনিরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।