স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক একজনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩১০ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছর ৬ মাসের কারাদ- ও দুইশ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। সাজাপ্রাপ্ত অন্তর আলী (২৭) চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ার মখলেসুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম গতকাল রোববার বিকেলে সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে বিকেল সাড়ে৪ টার দিকে ছিনেমা হলপাড়ার অন্তর আলীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩১০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছর ৬ মাসের কারাদ- ও দুইশ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। গতকালই সাজাপ্রাপ্ত অন্তরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।