স্টাফ রিপোর্টার: গণপরিবহন খুলে দেয়ার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগে থেকে গণপরিবহন চলাচল বন্ধ। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। সরকারের আইন মেনে ঘরে বসে থাকলেও এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। আমরা খেয়ে না খেয়ে দিন পার করলেও শ্রমিক নেতা, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের পক্ষ থেকেও কোনো অনুদান পাচ্ছি না। সড়কে গণপরিবহন ছাড়া অন্যান্য পরিবহন ঠিকই চলাচল করছে। সবকিছু খুলে দেয়া হলেও গণপরিবহন কেন চালু করা হয়নি তা বোধগম্য নয়। আমাদের দাবি হয়তো সরকার অবিলম্বে গণপরিবহন চালু করে দিক অথবা খেয়ে দেয়ে বাঁচার মতো ব্যবস্থা করে দিক। এদিকে গত কয়েক দিন ধরে আর্থিক সহযোগিতার দাবিতে রাজধানীর গাবতলী ও সাভারে সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, পরিবহন বন্ধ থাকায় চরম অর্থকষ্টে রয়েছেন তারা। কিন্তু কেউ তাদের কোনো ধরনের সহযোগিতা করছে না। এ অবস্থায় পেটের ক্ষুধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি: অন্য দিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক কিছু খুলে দেয়া হয়েছে। এ অবস্থায় আমরা মনে করি, গণপরিবহনও খুলে দেয়া হোক। বিবৃতিতে তারা আরও বলেন, লকডাউনে পণ্য পরিবহনে যুক্ত যানবাহন (ট্রাক, কাভার্ডভ্যান) চলাচল অব্যাহত রয়েছে। তবে তা সীমিত আকারে। নেতৃবৃন্দ বলেন, এ ব্যাপারে সরকার যে নির্দেশনা দেবে তা মেনেই আমরা গাড়ি চালাবো।