খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৭১ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৬ জনের।
আজ শুক্রবার (৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেলায় ১৪ জন, যশোর জেলায় ৯ জন, ঝিনাইদহ জেলায় ১০ জন, চুয়াডাঙ্গা জেলায় ছয়জন, মেহেরপুর জেলায় পাঁচজন, বাগেরহাট জেলায় দুজন এবং মাগুরা ও নড়াইল জেলায় একজন করে মারা গেছেন।

কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা। এর আগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়। আর বুধবার ৬০ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

 

Comments (0)
Add Comment