কোটি টাকা হাতিয়ে নিয়ে গায়েব অভিযুক্ত প্রতারক মিরাজ ও রুনা

দর্শনায় প্রতারক দম্পতির প্রতারণা ফাঁদে সাংবাদিক ও ছাত্রলীগ নেতাসহ অসংখ্য মানুষ
দর্শনা অফিস: কখনো নিজেকে বড় ঠিকাদার, কখনো ব্যবসায়ী ও কখনো গাড়ি-বাড়ি বিক্রির এজেন্ট হিসেবে জাহির করতেন অভিযুক্ত প্রতারক মিরাজ ও তার স্ত্রী রুনা। ট্রাক, প্রাইভেটকার ও ফ্লাট বাড়ি কিনে দেয়ার কথা বলে দর্শনার সাংবাদিক ও ছাত্রলীগ নেতাসহ অসংখ্যা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা।

দর্শনা থেকে গাঢাকা দিয়েছে প্রতারক দম্পতি। দর্শনা পরাণপুরের এলাহী বক্সের ছেলে মিরাজ হোসেন ও শ্যামপুরের খায়রুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস রুনা স্বামী-স্ত্রী। অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন ধরে মিরাজ ও রুনা প্রতারণার ফাঁদ পাতে। কাউকে ফ্লাট বাড়ি, কাউকে ট্রাক, মাইক্রোবাস বাস-ট্রাকের যন্ত্রানংশ বিক্রির কথা বলে দর্শনার বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ দম্পতি। দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ জানান, ট্রাক বিক্রির কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেন কয়েক দফায় প্রায় ৩০ লাখ টাকা। এরই মধ্যে তিনি অ্যাডভোকেটের মাধ্যমে টাকা ফেরত পেতে নিগ্যাল নোটিশ করেছেন প্রতারক মিরাজ ও রুনাকে। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল জানান, তাকে ফ্লাট কিনে দেয়ার কথা বলে নিয়েছে ৩ লাখ টাকা, তার শ্যালক উথলীর মেহজাবিনের কাছ থেকে আরও ২ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এছাড়া আ.লীগ নেতা খালেক খান, আব্দুল গফুর, আব্দুল করিমসহ বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে মিরাজ ও রুনা গাঢাকা দিয়েছেন। দর্শনা ইসলামপাড়াস্থ মিরাজের ৩ তলা বিশিষ্ট বাড়ি পাওনাদাররা দখলে নিয়েছে বলেও জানা গেছে। নাহিদ পারভেজের অভিযোগে আরও জানান, এরই মধ্যে রুনা মোবাইল ফোনে কয়েক দফায় তাকে মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের করার হুমকিও দিয়েছেন।

 

Comments (0)
Add Comment