দর্শনা অফিস: কেরুজ চিনিকল ও দর্শনা স্থলবন্দর পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গাড়ি বহর যোগে দর্শনা কেরুজ অতিথি ভবনে পৌঁছুলে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। অতিথি ভবনে চিনিকলের কর্মকর্তাদের সাথে মিলের সার্বিক উন্নয়ন, উৎপাদিত পণ্য বিপণন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, এনডিসি জাকির হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (ডিস্ট্রিলারি) ফিদাহ হাসান বাদশা প্রমুখ। এ সময় বাণিজ্য সচিব কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। দুপুর ১২টার দিকে তিনি দর্শনা জয়নগর স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন।