কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ‘ঐতুবৃ কেমিক্যাল ওয়াকার্স’ নামে রঙ ফর্সাকারী নকল প্রসাধনী তৈরির একটি কারাখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মিলপাড়া এলাকার ওই কারখানায় অভিযান পরিচালনায় করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। তিনি বলেন, প্রসাধনী সামগ্রী তৈরি করার মতো তেমন কোনো সক্ষমতা না থাকা সত্ত্বেও ঐতুবৃ কেমিকেল ওয়াকার্স দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করে আসছে। মূলত পুরান ঢাকা থেকে বিভিন্ন কেমিকেল নিয়ে এসে নিজেদের লেবেল লাগিয়ে মুখের রঙ ফর্সা করার চটকদার বিজ্ঞাপন প্রচার করে তারা এসব নকল প্রসাধন সামগ্রী বাজারে বিক্রি করতো। এমনকি তাদের কেমিকেল কারখানা পরিচালনার কোনো বৈধ কাগজপত্রও নেই।
সবুজ হাসান আরও বলেন, ল্যাবের কার্যক্রম দৃশ্যমান না হওয়া, দক্ষ টেকনিসিয়ান না থাকা, মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকা, নকল পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন এবং মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিকেল সামগ্রী ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারা অনুযায়ী ওই কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ কাঁচামাল ধ্বংস করা হয়। এ সময় ঐতুবৃ কেমিকেল ওয়াকার্সের প্রোপাইটার শহরের মিলপাড়া এলাকার ফজলে করিম খোকার ছেলে মাসুদ পারভেজ আদালতের হাকিমের কাছে এ ধরনের অপরাধ আর না করার অঙ্গীকারনামা প্রদান করেন।