কুষ্টিয়ায় কোভিডে আরও ১৪ মৃত্যু

কুষ্টিয়ায় কোভিডে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক আব্দুল মোমেন জানান। জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সাকাল ৮টার মধ্যে আক্রান্ত এই ১৪ জন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হল ২৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯২ জনের পরীক্ষায় ২৮ শতাংশ পজিটিভ পাওয়া গেছে বলে তিনি জানান। জেলায় চলমান লকডাউন বাস্তবায়নে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনী সক্রিয় রয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিচার চলছে ভ্রাম্যমাণ আদালতে।

 

Comments (0)
Add Comment