কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষকদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন। আজ বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দাড়েরপাড়া গ্রামের একটি বাগান থেকে মফিদুল ইসলাম (৫৫) নামের ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
মাফদুল ইসলাম দাড়েরপাড়া গ্রামের মৃত সামু মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানায়, সম্প্রতি মফিদুলের ছেলে সাগরের দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর জেরে সাগরের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মফিদুলের পরিবারের বিবাদ চলছিল। বুধবার মফিদুলের লাশ গাছে ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। নিহতের স্ত্রী আকলিমা খাতুনের অভিযোগ, “সাগরের তালাকের ঘটনাকে কেন্দ্র করে তার শ্বশুর বাড়ির লোকজন বেশ কিছুদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছিল। এ জেরে তারা আমার স্বামীকে ধরে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।” দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, “মৃতদেহের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃষক মফিদুলকে কেউ পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে এবং কুপিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।