কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরে তানভির রহমান ওরফে শিশির (২৫) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার শহরের কোর্টপাড়া এলাকায় অর্জুনদাস আগরওয়ালা সড়কের (র্যা ব গলি) একটি ভাড়া বাসা থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়। তানভির রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সৌদিপ্রবাসী বজলুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী বজলুর রহমানের স্ত্রী ছেলেদের পড়াশোনার জন্য কুষ্টিয়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শুক্রবার তানভিরের মা তাঁর ছোট ভাই শিহাব উদ্দিনকে নিয়ে দৌলতপুর গ্রামের বাড়ি শেরপুরে যান। এ সময় তানভির কুষ্টিয়ার বাসায় একাই ছিলেন। রোববার ছোট ভাই শিহাব উদ্দিন স্কুলে ক্লাস থাকায় কুষ্টিয়ার বাসায় একাই ফিরে আসে। কিন্তু বাসায় এসে অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে সানসেটের ওপর দিয়ে উঁকি দেখতে পায় তার ভাইয়ের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভির রহমানের লাশ উদ্ধার করে।
বাড়ির মালিক সেলিনা বেগম জানান, গত রাতে বারান্দা ও ঘরের লাইট জ্বলে থাকায় তিনি তানভিরকে ডাকেন। কোনো সাড়া না পেয়ে রাতেই তাঁর মাকে ফোন করে বিষয়টি জানান। তানভিরের মা তখন বলেছিলেন, হয়তো তানভির ঘুমিয়ে গেছেন, সেই কারণে বুঝতে পারছেন না।
বাড়ির মালিক সেলিনা বেগমের ছেলে মিথুন বলেন, ‘ওই ছেলে অনেক রাত করে বাড়ি ফিরত। ওকে আমাদের কাছে হতাশাগ্রস্ত মনে হতো।’
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।