কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ ১৭ জনের মৃত্যু হয় বলে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৪৬৫ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাপাতালের পিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার প্রায় সাড়ে ৩২ শতাংশ বলে জানান সিভিল সার্জন।
কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তত্তাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, বর্তমানে্এ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ১৭৯ জন এবং উপর্সগ নিয়ে ৫৭ জনসহ মোট ২৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।