কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান ওরফে সরদার মোলায়েম (৩৬) তালবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পদ্মা নদীর তালবাড়িয়াঘাটে বালুর ব্যবসা করতেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি জুলহাস কবীর জানান, ভোরে সেহরি খাওয়ার পর মোস্তাফিজুর মোটরসাইকেলে করে ঘাটে যান। সেখান থেকে ফেরার পথে সকাল ৭টার দিকে তালবাড়িয়ার রানাখড়িয়া জ্যোতি তেলপাম্পের কাছে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোস্তাফিজুর ছিটকে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।