কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের কাচামাল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি দোকান ভস্মীভূত হয়েছে। দোকানে থাকা প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মিকাইল হোসেন জানান। গতকাল সোমবার রাত ২টার দিকে কালীগঞ্জ বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তারা মিরাজ এন্টারপ্রাইজ দোকানে আগুন জ্বলতে দেখতে পায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেন। মিকাইল হোসেন ব্যাংক থেকে সিসি লোন নিয়ে একটি কোম্পানির পরিবেশকের ব্যবসা করতেন, দোকান পুড়ে যাওয়ায় এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার স্টেশনের দায়িত্বরত স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পারি কাচামাল হাটার একটি দোকানে আগুন লেগেছে। আমরা দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি সদর উদ্দিন ও কালীগঞ্জ শাহজালাল ব্যাংকের ব্যাবস্থাপক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।