কার্পাসডাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ : জরিমানা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় কনের পরিবারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল সোমবার দুপুরে কার্পাসডাঙ্গা বাজার পাড়ার ৮ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিলো। প্রস্তুতি প্রায় সম্পন্ন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা। তিনি সরেজমিনে উপস্থিত হয়ে বিয়ের বয়স না হওয়ায় বিয়ে বন্ধ করে দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে নিরোধ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয় কনের পরিবারের। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসএই ইমরান হোসেন, এএসআই মসলেম উদ্দিন, শাখাওয়াৎ হোসেন, ইউপি সদস্য সাজিবর রহমান, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও নারী উদ্যোক্তা নিশাত শারমিন সোনিয়া, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক তানিয়া সুলতানাসহ পুলিশ সদস্যরা।

Comments (0)
Add Comment