কার্পাসডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর-বাঘাডাঙ্গা ৪নং ওয়ার্ড জামায়াত ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার সময় কোমরপুর ব্রিজ মোড়ে তরফদার মার্কেটের দলীয় কার্যালয়ে ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাও. আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুর রশিদ ফটিক, সেক্রেটারি শামসুল হক। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি ইউনুচ আলী, ক্বারী আবু সুফিয়ান, আব্দুল কুদ্দুস, জাহিদুল ইসলাম, মহি উদ্দিন, আবু বক্কর, যুব জামায়াতের সাধারণ সম্পাদক আজিজুল হক, হারুন-উর-রশিদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।