কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

আসামিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র সমাজ ও এলাকার সর্বস্তরের জনগণ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে এই মানববন্ধন। পুলিশ এখনো রঞ্জু হত্যা আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। তাই দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে ফাঁসি দিতে হবে। রঞ্জু হত্যার বিচার না হলে মানববন্ধন আগামীতে চলবে।

জেলা পুলিশদের উদ্দেশ্যে করে বক্তারা আরও বলেন, গেল ১৭ ফেব্রুয়ারি সোমবার রঞ্জুর মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু সাত দিন পার হয়ে গেল এখনো আসামি ধরা পড়েনি। পুলিশ কি ঘুমাচ্ছে? আসামি আইনের আওতায় আসছে না কেন? ২৪ ঘণ্টার মধ্যে আসামিরা ধরা না পড়লে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনের বক্তারা। এসময় বক্তব্য রাখেন- রঞ্জুর বাবা আজিজুল মীর, চাচা খোকন মীর, বড় ভাই রানা মীর, চাচাতো ভাই নাহিদ হাসান, ফুফাতো ভাই সাগর প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুরে মাসুদ হাসান রঞ্জু (২৩) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিলো বলে জানিয়েছে পুলিশ। নিহত রঞ্জু উপজেলার বদনপুর গ্রামের রহমানের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিল।