কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ওসমানপুর গ্রামের মাঠে ফলন্ত সব পেঁপেগাছ কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগসূত্র থেকে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ের বাসিন্দা চাষি আব্দুল কাদেরের ৫ কাঠা জমির ফলন্ত পেঁপেগাছ কেটে দিয়েছে কে বা কাহারা। এ বিষয়ে আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমার গ্রামের বাড়ি ওসমানপুর গ্রামের মাঠে ৫ কাঠা জমিতে পেঁপে চাষ করেছিলাম। ফলন্ত সব পেঁপেগাছ গুলো কেটে সাবাড় করে দিয়েছে কে বা কাহারা। ফলন্ত গাছগুলো কেটে দেয়ার কারণে আমার ক্ষতি হয়ে গেলো।