স্টাফ রিপোর্টার: ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘এ দেশের মানুষ বড় অসহায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এদেশে নি¤œ ও মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের আজ নাভিশ্বাস পড়ছে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বর্তমান সরকারের ব্যর্থতা প্রমাণ করে। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। এ দেশের মানুষ যেন নিরব দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। অথচ এই সরকারের কর্তা ব্যক্তিরা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে অবৈধ সম্পেদের পাহাড় গড়ে তুলেছে। এদেশ আজ হরিলুটের ভাগাড়ে পরিণত হয়েছে। এই সবকিছু থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাত্র পথই খোলা রয়েছে তা হলো তীব্র আন্দলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গণ আন্দলন গড়ে তুলতে হবে।
চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাজ্ঞনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের খুলানা বিভাগীয় সহ সাংগঠণিক সম্পাদক এসএম গালিব ইমতেয়াজ নাহিদ। সমাবেশে বিষেশ অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ, সহ সভাপতি এহসানুল সরাজ, ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে আরো বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সাহান, সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, আলমডাঙ্গা পৌর আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া শান্ত, জীবননগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্য সচিব ইকলাসুর রহমান রাসেল, পৌর আহ্বায়ক আশরাফ উদ্দীন, সদস্য সচিব সুমন বিশ্বাস, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিক মজনু, সদস্য সচিব আবু হেনা রনি, পৌর আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, সদস্য সচিব রাশেদুল ইসলাম, দামুড়হুদা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব ইকরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গোলাম শাহারিয়ার বিপ্লব, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জুয়েল রানা, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খান, প্রচার সম্পাদক মাবুদ সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এজাজুল হক।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন। মেহেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেন্টু, সদস্য সচিব ইলিয়াস হোসেন, গাংনী উপজেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ বাচ্চু, মুজিবনগর উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল আলম বাবু, সদস্য সচিব জুলফিকার আলি ভুট্টো, মেহেরপুর পৌর শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান সজীব, নুরুজ্জামান বাবু, গাংনী পৌর শাখার আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দিন প্রমুখ।