স্টাফ রিপোর্টার: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গতকাল বুধবার এ উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, যেকোন সময়ের তুলনায় চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। আশাকরি এই স্বেচ্ছাসেবক লীগই জেলা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন দূর্বার গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। অচিরেই উন্নত দেশে পরিণত হবে। সরকারের এ সাফল্য দেখে দেশবিরোধীরা চক্রান্ত শুরু করেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বক্তব্য রাখেন বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে তৈরি সংগঠন। সেই সংগঠনের দায়িত্ব পালন করা আমাদের জন্য গর্বের। আমরা বর্তমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছি।
মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মেহেরপুরে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে আলোচনা সভা ও কেক কাটা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সেখানে কেক কাটেন এবং বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক টিটু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, ওয়াসিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মেহেরপুরে কেক কাটে জন্মদিন পালন। এদিন রাতে মেহেরপুর শহরের এশিয়ানেট মোড় এলাকায় কেক কাটা হয়। মফিজুর রহমান উপস্থিত থেকে কেক কাটেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর শাহিনুর রহমান রিটন, মিজানু জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
একইদিন মধ্যরাতে মেহেরপুর বড় বাজারে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সংগঠনটির নেতাকর্মীরা। যুবলীগের সাবেক নেতা রিয়াদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ.ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন তূর্য বিশ্বাস, মিথেন প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিবনগরে কেক কাটা ও আলোচনাসভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর পর্যটন মটেলে মুজিবনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লবের নেতৃত্বে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মোনাখালী ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, বাগোয়ান ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
অনুরূপ মুজিবনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান মতিনের নেতৃত্বে মুজিবনগর সূর্যোদ্বয় রেস্ট হাউজে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দোলন, মহাজনপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহউলিউল্লাহ সোহাগ, মোনাখালী ইউপি ছাত্রলীগের সভাপতি স্বপন গাজী প্রমুখ।