দর্শনায় আধুনিক মানের আকাশ শপিং কমপ্লেক্স উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
দর্শনা অফিস: দর্শনা ইতিহাস ঐতিহ্যের দিকে অনেকটাই পরিচিতি থাকলেও আধুনিক মানের শপিং মার্কেট ছিলো না। অবশেষে সে ঘাটতিও পূরণ হলো। দর্শনা রেলবাজারে বহুতল আকাশ শপিং কমপ্লেক্সসহ বেশ কয়েকটি মার্কেট নির্মাণ হয়েছে সম্প্রতি। ফলে উন্নয়নের ছোঁয়া পড়েছে দর্শনা রেলবাজারে। বর্ণিল আয়োজন ও জাক-জমকপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দর্শনা রেল বাজারস্থ আকাশ শপিং কমপ্লেক্সের। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে এ শপিং কমপ্লেক্স উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, এখন চলছে আধুনিক প্রযুক্তি যুগ। সর্বক্ষেত্রেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। দর্শনা ঐতিহ্যবাহী একটি শহর হলেও বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলো। সেই পিছানোটুকুই এগিয়ে নিলো চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। ৬ তলা বিশিষ্ট এ মার্কেটটিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। তাই বাণিজ্য ক্ষেত্রেও এক ধাপ এগিয়ে গেলো দর্শনার ব্যবসায়ীরা। টগরের এ প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি। ফিতে কেটে আকাশ শপিং কমপ্লেক্সের উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনাপর্বের পরপরই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. লতিফ অমল, অ্যাড. বেলাল হোসেন পিপি, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হযরত আলী, কামাল উদ্দিন, আ. করিম, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আতিয়ার রহমান হাবু, সোহরাব উদ্দিন, আ. হান্নান, বিল্লাল হোসেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, পৌর কাউন্সিলর মনির সরদার, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহসভাপতি সোলায়মান কবির, সহ-সম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগ নেতা মামুন শাহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি হাজি মাও. নুরুল ইসলাম। পরে মার্কেটের প্রতিটি দোকান পরিদর্শন করেছেন অতিথিরা।