দর্শনা অফিস: “উন্নত রাষ্ট্রের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার কোন বিকল্প নেই” এ প্রতিবাদ্যকে সামনে রেখে দর্শনায় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা অডিটেরিয়াম চত্বরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের নিজ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আয়োজক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জননন্দিত জননেতা হাজি আলী আজগার টগর বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি নিরক্ষর মুক্ত সোনার বাংলাদেশের। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার মান উন্নয়নে বাস্তবায়িত হয়েছে বহু কর্মসূচি। জরাজীর্ণ বিদ্যালয়, কলেজ ও মাদরাসাগুলোকে আধুনিকায়নের পাশাপাশি বহুতল ভবনে উন্নিত করা হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। শুধু ভবন আর বইয়ে শিক্ষার মান উন্নয়ন হবে না, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের হতে হবে আন্তরিক। তবেই এ প্রজন্ম সুশিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে উঠবে সৃষ্টিশীল ও যোগ্য নাগরিক হিসেবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, বড়শলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম। দর্শনা পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে ছিলেন, দর্শনা পৌর মেয়র প্রার্থী আতিয়ার রহমান হাবু, ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।